
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গ্রামের এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক এবং তাঁর কাছ থেকে টাকা ধার নেওয়াকে কেন্দ্র বিবাদের জেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম থানার বিলোল গ্রামে। মৃত ওই মহিলার নাম ঝুমা দাস (৩৩) । নবগ্রাম থানার পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই মহিলার স্বামী গাড়ি চালকের কাজ করেন। সেই কারণে বছরের বেশিরভাগ সময় তাকে বিভিন্ন রাজ্যে থাকতে হয়। দু-তিন মাস অন্তর তিনি বাড়ি ফিরতে পারেন। মাত্র চারদিন আগে ওই ব্যক্তি নিজের কর্মস্থল থেকে বাড়ি ফিরে এসে জানতে পারেন তার স্ত্রীর সাথে প্রতিবেশী এক যুবকের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এই নিয়ে তাদের মধ্যেও অশান্তিও হয়।
গতকাল সন্ধে নাগাদ ওই মহিলার স্বামী তাদের দুই সন্তানকে নিয়ে দুর্গা ঠাকুরের নিরঞ্জন দেখতে গিয়েছিল। বাড়ি ফিরে তারা ঝুমার ঝুলন্ত দেহ উদ্ধার করে।
মৃতার স্বামী বলেন," কর্মসূত্রে আমাকে বছরের বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হয়। চার দিন আগে আমি বাড়ি ফিরে এলে আমার স্ত্রী গ্রামের এক যুবকের সাথে তার সম্পর্কের কথা আমাকে জানায়। এর পাশাপাশি সে আমাকে আরও বলেছিল ওই যুবকের কাছ থেকে সে বেশ কিছু টাকা ধার নিয়েছিল। আমার স্ত্রী সময় মতো সেই টাকা শোধ দিতে পারছিল না বলে ওই যুবক মাঝেমধ্যে মদ্যপ অবস্থায় আমার অবর্তমানে বাড়িতে এসে স্ত্রীকে মারধর করতো এবং গালিগালাজ করত।"
তিনি বলেন, 'আমার অনুমান ওই যুবকের অত্যাচার সহ্য করতে না পেরে আমার স্ত্রী আত্মহত্যা করেছে। ওই যুবকের বিরুদ্ধে আমি নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছি।'
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও